Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

# হত দরিদ্র, দরিদ্র ও ভিক্ষুক পবিরাবকে চিহ্নিত করে অর্থনৈতিক কর্মকার্ন্ডে সম্পৃক্ত করনে সমিতির আওতায় আনা।

 

# প্রতিটি গ্রাম হতে  ৬০টি দরিদ্র পরিবার নিয়ে ( ৪০ জন মহিলা এবং ২০ জন পুরষ) গ্রাম উন্নয় সমিতি গঠন করা ও অর্থনৈতিক কর্মকার্ন্ডে মূল কেন্দ্র হিসাবে গড়ে তোলা ।

 

# দরিদ্র জনগোষ্ঠিকে সঞ্চয়মুখি করে তাদের পুজি গঠনে তাদের নিজ

 

স্ব সঞ্চয় জমার বিপরীতে (সদস্য প্রতি মাসে ২০০/-টাকা) সরকার কর্তৃক ২০০/- টাকা উৎসাহ সঞ্চয় প্রদান  করা ।

 

# সমিতিতে প্রতিবছর প্রশিক্ষণের সহায়তা হিসেবে ১,৫০,০০০/-টাকা ঘূর্ণায়মান তহবিল প্রদান করা।

 

# সমিতির সদস্যদের সহজ শর্তে  ৮% সার্ভিস চার্জে বিভিন্ন প্রকল্পে ঋণ প্রদান করা হয়।

 

# এলাকার অনিবাসী ভূমি মালিকদের অব্যবহৃত ও পড়ে থাকা জমিজমা সমিতির আওতায় চাষাবাদ ও তা সংরক্ষনের ব্যবস্থা করা হয়।

 

# নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ করা এবং পূনঃঋণ নিয়ে নতুন প্রকল্প গ্রহণে সহয়োগিতা করা হয়।

 

# বাল্য বিবাহ, যৌতুক প্রথা ও নারী নিযাতন বন্ধ করার পরামর্শ প্রদান করা হয় ।

 

# সুবিধাভোগী সদস্য/সদস্যাদের সচেতনতা বৃদ্ধি, সেচ্ছাসেবী কর্মীসৃজন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে- নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ ( স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, পরিবেশ ও বনায়ন, শিক্ষা ও সেনিটেশন) এবং আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

# কৃষিতে জৈব পদ্ধতি  ব্যবহার ও প্রতি বাড়িতে ক্ষুদ্র ক্ষুদ্র খামার গড়ে তোলার পরামর্শ প্রদান করা হয়।

 

# পর্যায়ক্রমে দেশের সকল দরিদ্র পরিবারকে প্রকল্পের আওতায় এনে ২০২২ সালের মধ্যে শূন্য দারিদ্রে উন্নতি করা।

 

# যে কোন ব্যাক্তিকে সেবা সংক্রান্ত তথ্য  প্রদানে অত্র অফিস প্রতিশ্রæতিবন্ধ।